বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ও পরিবহন মালিক সমিতির ডাকা দেশব্যাপী ধর্মঘটের তৃতীয় দিনেও ভোমরা স্থলবন্দর থেকে দেশের অভ্যন্তরে আমদানি-রপ্তানি পণ্যপরিবহন বন্ধ।

তবে রাতে কিছু পণ্যবাহী ট্রাক বন্দর ছেড়ে গেলেও বেশির ভাগ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। এতে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। বিশেষ করে কাঁচামাল আমদানিকারকরা পড়েছে চরম বিপাকে। কোটি কোটি টাকার কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
এদিকে ধর্মঘট দীর্ঘায়িত হলে শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বন্দর শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। আমদানিকারক প্রতিনিধি ও সিএন্ডএফ নেতারা ধর্মঘট প্রত্যাহারে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা ধর্মঘটের কবলে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গতকাল থেকে আজও কোনো আমদানি পণ্যবোঝাই ট্রাক বা কাভার্ডভ্যান বন্দর ছেড়ে যেতে পারেনি। ট্রাক না আসায় লোড-আনলোড করতে না পেরে দিন আনা দিন খাওয়া বন্দর শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
সাতক্ষীরা ভোমরা বন্দরের আমদানিকৃত পাঁচ শতাধিক আমদানি পণ্যবাহী ট্রাকসহ ভারতীয় পারে এক হাজারের মতো গাড়ি আটকে রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন