পাচারের সময় বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ কিনতে এই অর্থ দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাওয়ার সময় বিমানের গেট থেকে তাদের আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, সকালে জুয়েল ও গোলাম রব্বানী নামে দু'জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তারা ৫টা ৪০ মিনিটে গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাওয়ার চেষ্টা করেন।
তাদের পাসপোর্ট ও টিকিট চেক করে গোয়েন্দারা জানতে পারেন, ৮টা ৪০ মিনিটে বাহরাইন নামার পরই অন্য একটি ফ্লাইটে জুয়েল ও রব্বানী দুবাই রওয়ানা হবেন। তখন থেকে তাদের ওপর নজরদারি শুরু করেন গোয়েন্দারা।
সব প্রক্রিয়া শেষে বিমানের গেট পর্যন্ত পৌঁছেও যায় জুয়েল ও রব্বানী। তখনই তাদের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬ লাখ সৌদি রিয়াল পায় আর্মড পুলিশের একটি দল।
জিয়াউল হক জানান, আটককৃতরা প্রতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করত।
জব্দকৃত অর্থ স্বর্ণ চোরাচালানে ব্যবহারের জন্য দেশ থেকে সংগ্রহ করে দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন